Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সরবরাহ (ফেয়ার প্রাইস-ইউনিয়ন পর্যায়)
বিস্তারিত

 

সেবা প্রদানকারী অফিসের নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীর নাম

সেবা প্রাপ্তির স্থান

প্রয়োজনীয় সময়

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, গুদাম কর্মকর্তা

খাদ্য গুদাম ও ডিলারের দোকান

কার্যক্রম সম্পাদনের মোট সময়ঃ ১৫-১৭ দিন

বিতরণের সময়ঃ১-২ ঘন্টা

সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ:

একটি উপজেলা/ থানার সকল ইউনিয়নের তালিকাভূক্ত অতি দরিদ্র জনগণ ও সেবা পেয়ে থাকে। প্রথমে ইউনিয়ন কমিটির মাধ্যমে উপকারভোগীর তালিকা তৈরি করে উপজেলা কমিটিতে অনমোদন করাতে হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস অনুমোদিত তালিকা অনুযায়ী উপকারভোগী/সুবিধাভোগীর নামে ফেয়ার প্রাইস কার্ড তৈরি করে সরবরাহ করে। অত:পর নিয়োগকৃত ডিলারকে ডিও ইস্যুর মাধ্যমে চালানে জমাকৃত টাকার বিপরীতে খাদ্যশস্য প্রদান করা হয়। ডিলার নির্দিষ্ট স্থানে ও দরে উপজেলা কমিটির অনুমোদিত তারিকা অনুযায়ী ও ফেয়ার প্রাইস কার্ডের বিপরীতে খাদ্যশস্য বিক্রয়/বিতরণ করেন।

সেবা প্রাপ্তির শর্তাবলি

 ফেয়ার প্রাইস bxwZgvjv †gvZv‡eK

  •  অতি দরিদ্র হতে হবে
  •  এরুপ অন্য কোন কর্মসূচির উপকারভোগী হওয়া যাবেনা
  • ফেয়ার প্রাইজ কার্ডধারী হতে হবে

প্রয়োজনীয় কাগজপত্র

১. ডিলারের খাদ্যশস্য ব্যবসায়ী (ফুড গ্রেইন) লাইসেন্স থাকতে হবে                                                       ২. উপকারভোগীর ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত খাদ্যশস্যের মূল্য

প্রয়োজনীয় ফি/ ট্যাক্স/ আনুষঙ্গিক খরচ

ডিলার কর্তৃক=৩০০/-টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা এবং ১৫,০০০/-টাকার জামানত প্রদান

সংশ্লিষ্ট আইন/বিধি/নীতিমালা

ফেয়ার প্রাইস নীতিমালা

নির্দিষ্ট সেবা পতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা

উপজেলা ফেয়ার প্রাইস কমিটি/জেলা খাদ্য নিয়ন্ত্রক

সেবা প্রদান/প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধাসমূহ

ক) নাগরিক পর্যায়ে

* ডিলারের দোকানের দুরত্ব বেশী হওয়া, দৃশ্যমান জায়গায় না থাকা

* ডিলার কর্তৃক ওজনে কম দেয়া

* কখনও কখনও খাদ্যশস্যের গুণগতমান খারাপ থাকা           

খ) সরকারি পর্যায়ে

* ডিলার নিয়োগ ও উপকারভোগীর তালিকা প্রণয়নে সময় স্বল্পতা ও রাজনৈতিক প্রভাব

* বিভাগীয় জনবলের স্বল্পতাহেতু বিতরণ কাজের তদারকিতে সীমাবদ্ধতা

* তদারক কাজে ইউনিয়নগুলোতে যাতায়াতে সমস্যা

বিবিধ/অন্যান্য: